শাজাহানপুরে মৎস্য হ্যাচারি মালিককে জরিমানা

শাজাহানপুর প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে অনুমোদন না নিয়ে মৎস্য হ্যাচারি পরিচালনা করায় এক হ্যাচারি মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে গোহাইল খাদাশ গ্রামে রেজাউল করিমের হ্যাচারিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শানজিদা মুস্তারী এ অভিযান পরিচালনা করেন ।

এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসানসহ থানার এসআই মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ভূমি শানজিদা মুস্তারী বলেন, মৎস্য অধিদপ্তরের নিবন্ধন ছাড়া হ্যাচারি পরিচালনা করায় মৎস্য হ্যাচারি আইন ২০১০ এর আওতায় হ্যাচারি মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতের জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান বলেন, জনস্বার্থে উপজেলা ব্যাপী আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০