নির্বাচনের আগেই ছাত্রলীগের সকল ইউনিট গঠন করা হবে- সজীব সাহা

প্রেস বিজ্ঞপ্তি : বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেছেন, নির্বাচনের আগেই ছাত্রলীগের সকল ইউনিট গঠন করা হবে। শেখ হাসিনার স্নেহে লালিত হয় ছাত্রলীগ।  এই ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতেগড়া। তাই ছাত্রলীগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাইয়ের কোন ঠাঁই নাই। ছাত্রলীগ আদর্শিক রাজনীতিতে বিশ্বাস করে। ছাত্রলীগ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সহ সকল লড়াই সংগ্রামে সামনের সারিতে অবস্থান করেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কখনও বিপদগামী হতে পারে না। দেশ এগিয়ে যাচ্ছে,  আর দেশের উন্নয়নের জোয়ার এসেছে দেশের প্রতিটি আনাচে-কানাচেতে। আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা, তলাবিহীন ঝুড়ির দেশ থেকে বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির দিকে নিয়ে যাচ্ছেন তিনি। তাই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হবে।
মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের শাকপালায় পৌর ছাত্রলীগের ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ছাত্রলীগের সভাপতি সজীব সাহা এসব কথা বলেন। ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের  কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়। পৌর ছাত্রলীগ নেতা মাহাবুর রহমানের সভাপতিত্বে ও আবু হুরায়রা আকন্দের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ নেতা এডোনিস তালুকদার বাবু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বির। আরও বক্তব্য রাখেন ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান নান্টু, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিক হাসান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি শেখ হৃদয় মিঠু, শিক্ষানবিশ আইনজীবি মিনহাজ উজ মিরাজ পলক, পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাবাহ আল জেমী, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ শেখ, আক্কাস আলী সরকার, রাফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক জয় কুমার দাস, ইউসুফ আব্দুল্লাহ ইমন, দপ্তর সম্পাদক মোস্তফা আল মামুন, তিতাস, মারুফ, লিখন, সাব্বির, আশিক, রোহান, তামিম, আহনাফ, অপূর্ব, সিয়াম। কর্মীসভায় ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০