বাংলাদেশের সেনাপ্রধানকে গাম্বিয়ায় উষ্ণ অভ্যর্থনা

বগুড়া নিউজ ২৪ঃ বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জামাদি ও রণ প্রস্তুতি এবং মহড়া অনুশীলন পরিদর্শন করেছেন। এসময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

মঙ্গলবার (১৩ জুন) বাংলাদেশের সেনাপ্রধান একইসঙ্গে গাম্বিয়ার বিভিন্ন প্রশিক্ষণ সুবিধাদি, ফাজারা ব্যারাক এবং গার্ডস ব্যাটালিয়ন পরিদর্শন করেন।

এর আগে, সফরের প্রথম দিনে সোমবার (১২ জুন) সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ গাম্বিয়ার চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ. ড্রামেহ, প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারার সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়াও তিনি গাম্বিয়া জাতীয় পরিষদের প্রতিরক্ষা নির্বাচন কমিটির সঙ্গে এক আলোচনা সভায় অংশ নেন।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ-গাম্বিয়া সেনাবাহিনীর যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের জন্য গাম্বিয়ার সেনাবাহিনীর সক্ষমতা যাচাই ও পরবর্তী পন্থা নির্ধারণে সেনাপ্রধানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০