বগুড়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়ার আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (১৪ জুন) সকাল ১০টায় সার্কিট হাউসের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক মাসুম আলী বেগের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু। বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী, সিনিয়র তথ্য অফিসার মাহফুজার রহমান, সমাজসেবা কার্যালয় বগুড়ার উপপরিচালক আবু সাঈদ মো. কাওছার, মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, শক্তিশালী জাতি গঠনে শক্তিশালী খাবার অপরিহার্য। এই কথাকে বিশ্বাস করেই নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন করতে হবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) সর্বসাধারণকে জানানো এবং নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করতে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট বগুড়া গড়তে হলে ভোক্তাদের মাঝে নিরাপদ খাদ্য যোগান দিতে হবে। সঠিক ও পুষ্টিকর খাবার ভোক্তার দেহকে যেমন সবল রাখবে, তেমনি স্মার্ট বাংলাদেশ গঠনেও ভূমিকা রাখবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০