ঈদ-উল আজহায় মহাসড়কে কোন যানজট থাকবে না -ডিসি বগুড়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : ঈদ-উল আজহায়ও মহাসড়কে কোন যানজট থাকবে না বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এক্ষেত্রে সবার সহযোগিতাও প্রয়োজন মন্তব্য করে তিনি আরও বলেন, আসন্ন ঈদে মহাসড়কে যেন কোন রকম যানজট সৃষ্টি না হয় সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা-বাহিনীর সদস্যদের পাশাপাশি ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মহাসড়কসংলগ্ন হাট-বাজারগুলোতে কোরবানির পশুবোঝাই ট্রাক মহাসড়কের ওপর থামানো যাবে না।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়ার মোকাতমলা থেকে শেরপুরের সীমাবাড়ী পর্যন্ত ৬৫ কিলোমিটার নির্মাণাধীন ছয় লেন মহাসড়ক পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের অপর এক প্রশ্নে জবাবে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, মহাসড়কের ওপর কোন প্রকার চামড়া কেনাবেচার হাট বসানো যাবে না। এরইমধ্যে বিষয়টি চামড়া ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।

শেরপুর শহরের ধুনটমোড় এলাকায় ওই প্রেস ব্রিফিংয়ে বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী সাইফুল বারী ডাবলু, সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, তারেকুল ইসলাম তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০