তালোড়া পৌর নির্বাচন বয়কট করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী রুবেল

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা কামরুল ইসলাম রুবেল।

গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ও তালোড়া পৌর নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থী মাওলানা কামরুল ইসলাম রুবেল (হাতপাখা)’র লিখিত আবেদন পত্রে উল্লেখ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি বরিশাল সিটি নির্বাচনে তাদের মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলা ও নির্বাচনে কারচুপির প্রতিবাদে সারা দেশে সকল প্রকার নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক তিনি তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন বয়কটের জন্য আবেদন করেছেন।

গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ও তালোড়া পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মাহমুদ হাসান জানান, ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচন বয়কট করার বিষয়টি তাদের রাজনৈতিক বিষয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারসহ প্রতীক বন্টনের নির্ধারিত তারিখ থাকে। প্রতীক বন্টনের পর প্রচারণার মাঝপথে কোন প্রার্থী নির্বাচন থেকে সরে গেলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু করার থাকে না। তিনি নির্বাচনে প্রচার প্রচারণা না করলেও ব্যালটে তার নামসহ প্রতিক থাকবেই।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০