মুশফিককে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিলো বিসিবি

বগুড়া নিউজ ২৪: ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে টাইগারদের অনেক জয়ের নায়ক তিনি। মাঠের ক্রিকেটে অবদান স্বরূপ মুশফিককে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিভিন্ন সময় নানান অর্জনের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেয়া হলেও অর্থ পুরস্কার কখনোই দেয়া হয়নি। মুশফিক ব্যতীত দেশের ক্রিকেটে এই ধরনের সম্মাননা আগে কেউই পায়নি।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজারেরও বেশি রান করেছেন মুশফিক। বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেটের অন্যতম কাণ্ডারি এই অভিজ্ঞ ক্রিকেটার। সর্বশেষ বোর্ড সভায় মুশফিককে বিশেষ সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নেয় বিসিবি। সম্মাননা হিসেবে ১০ লাখ টাকা পেয়ছেন তিনি।

৩৬ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছে ৮৬টি। ৩৮.২৯ গড়ে পাঁচ হাজার ৫৫৩ রান করেছেন মুশফিক। দেশের হয়ে এখন পর্যন্ত ২৪৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। নয়টি শতক ও ৪৪টি অর্ধ-শতকে ওয়ানডে ফরম্যাটে মুশফিকের রান সাত হাজারেরও ওপরে। এছাড়া জাতীয় দলের জার্সিতে শতাধিক টি-টোয়েন্টিও খেলেছেন তিনি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০