রোমাঞ্চ পেরিয়ে অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার জয়

বগুড়া নিউজ ২৪: শুরুর দিন থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে এগিয়ে ছিল ইংল্যান্ড। ব্যাটে-বলে রাজ ছিল ইংলিশদেরই। তবে হার মানতে হয়েছে উসমান খাজার কাছে। প্রথম ইনিংসে ১৪১ ও দ্বিতীয় ইনিংসে ৬৫ রান করে অজি তারকা দলকে পৌঁছান জয়ের কাছাকাছি। পরে প্যাট কামিন্সের দৃঢ়তায় সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

ম্যাচের পঞ্চম ও শেষদিনে জয় থেকে ১৭৪ রান দূরে থাকতে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। ধীরগতির ক্রিকেট খেললেও জয় তুলে নিয়েছে ২ উইকেটে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকল সফরকারী দল।

বার্মিংহ্যামে বৃষ্টিবিঘ্নিত দিনে সফরকারীদের বেগ পেতে হয়েছে খুব। শেষদিনে হারিয়েছে ৫ ব্যাটারকে। অজিদের হাল ধরেন খাজা। পরে কামিন্স পার করেন ইংলিশ বাধা। নাথান লায়নকে নিয়ে দলকে পৌঁছান জয়ের নোঙরে।

৭৩ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন কামিন্স। নাথান করেছেন ২৮ বলে ১৬ রান। ১৯৭ বলে ৬৫ রান করে খাজা ফেরেন বেন স্টোকসের শিকার হয়ে। ক্যারি করেছেন ৫০ বলে ২০ রান। স্কট বোল্যান্ড ফিরেছেন ৪০ বলে ২০ রান করে, ট্রাভিস হেড ২৪ বলে ১৬ রান, গ্রিন করে যান ৬৬ বলে ২৮ রান।

আগেরদিন ইংল্যান্ডের দেয়া ২৮১ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ৩ উইকেটে ১০৭ রানে পৌঁছে ছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিন ডেভিড ওয়ার্নার ফিরেছেন ৫৭ বলে ৩৬ রানে। মার্নাস লাবুশেন করে যান ১৫ বলে ১৩ রান, স্টিভেন স্মিথ ফেরেন ১৩ বলে ৬ রানে।

একনজরে প্রথম টেস্ট

প্রথম ইনিংস:
ইংল্যান্ড- ৩৯৮/৮ (জো রুট ১০০, জনি বেয়ারস্টো ৭৮, জ্যাক ক্রাউলি ৬১)
নাথান লায়ন ২৯ ওভারে ১৪৯ রানে ৪ উইকেট, জশ হ্যাজেলউড ১৫ ওভারে ৬১ রানে ২ উইকেট।

অস্ট্রেলিয়া- ৩৮৬/১০ (খাজা ১৪১, ক্যারি ৬৬, ট্রাভিস হেড ৫০)

স্টুয়ার্ট ব্রড ২৩ ওভারে ৬৮ রানে ৩ উইকেট, অলি রবিনসন ২২.১ ওভারে ৫৫ রানে ৩ উইকেট, মঈন আলী ৩৩ ওভারে ১৪৭ রানে ২ উইকেট।

দ্বিতীয় ইনিংস:
ইংল্যান্ড- ২৭৩/১০ (জো রুট ৪৬, হ্যারি ব্রুক ৪৬, বেন স্টোকস ৪৩)
প্যাট কামিন্স ১৮.২ ওভারে ৬৩ রানে ৪ উইকেট, নাথান লায়ন ২৪ ওভারে ৮০ রানে ৪ উইকেট।

অস্ট্রেলিয়া- ২৮২/৮ (খাজা ৬৫, কমিন্স ৪৪)

স্টুয়ার্ট ব্রড ২১ ওভারে ৬৪ রানে ৩ উইকেট, রবিনসন ১৮.৩ ওভারে ৪৩ রানে ২ উইকেট।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০