প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে সিলেটের নব-নির্বাচিত মেয়রের সাক্ষাৎ

বগুড়া নিউজ ২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নব-নির্বাচিত মেয়র।

রবিবার (২৫ জুন) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সপরিবারে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র জানায়, রবিবার সকালে সপরিবারে সিলেটের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যান। এ সময় আনোয়ারুজ্জামানের সঙ্গে ছিলেন তার স্ত্রী হলি চৌধুরী এবং তার দুই ছেলে রুহানুজ্জামান চৌধুরী ও রুম্মানুজ্জামান চৌধুরী।

সাক্ষাৎকালে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করায় প্রধানমন্ত্রী সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে নৌকার প্রার্থী হিসেবে মেয়রকে সিলেট সিটির উন্নয়নে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীকে সিলেটবাসীর সালাম জানিয়ে বলেছেন, ‘আপনি আমার ওপর আস্তা রেখে সিলেট নগরবাসীর সেবক হতে নৌকার মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন। সিলেটবাসী আপনার জন্য, কেবলমাত্র আপনাকে, আওয়ামী লীগকে এবং নৌকাকে ভালোবাসেন বলেই আমাকে ভোট দিয়ে বিশাল ব্যবধানে জয়ী করেছে। তারা আপনার জন্য সবসময় দোয়া করে এবং সিলেটের উন্নয়ন জন্য প্রয়োজনীয় সহযোগীতা চেয়েছে।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০