শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন বগুড়ার ৫ গুণী শিল্পী

নিজস্ব প্রতিবেদক:  শিল্পকলা একাডেমি-২০২২এর সম্মাননা পেলেন বগুড়ার ৫ গুণী শিল্পী। সংস্কৃতির ক্ষেত্রে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরুপ গতকাল সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি বগুড়ার আয়োজনে এ সম্মাননা দেয়া হয়।

সম্মাননা প্রাপ্ত ৫ গুণী শিল্পীবৃন্দ হলেন- এ কে এম বজলুল করিম বাহার (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), মো. আব্দুল হান্নান (নাট্যকলা), মো. আতিকুর রহমান (যন্ত্রসংগীত), ফৌজিয়া ইসলাম (কণ্ঠসংগীত) ও মো. সাহেব আলী প্রাং (লোকসংস্কৃতি)।

এদিন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহনাজ পারভীন, মুক্তিযোদ্ধা সংসদ বগুড়ার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন।

সম্মাননা প্রদান শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, অভিভাবকমণ্ডলী, সাহিত্যিক, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মীরা অনুষ্ঠানটি উপভোগ করেন ।

এর আগে অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত ৫ গুণী শিল্পীদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রত্যককে বিশ হাজার টাকার চেক, ক্রেস্ট, উত্তরীয় ও সনদপত্র প্রদান করা হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০