বগুড়ায় দেশি গরুর চাহিদা বেশি, দামও কম

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় কোরবানির হাট গুলোতে শেষ মুহুর্তে গরুর দাম কমে গেছে।তবে ছাগলের দাম এখনও বাড়তি রয়েছে। হাট গুলোতে বড় সাইজের বিদেশী জাতের গরুর চাহিদা কম থাকলেও মাঝারি ও ছোট সাইজের গরুর চাহিদা  ব্যাপক থাকলেও দামে সন্তুষ্ট ক্রেতারা। তবে গরু বিক্রি করে ভাল দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছে বিক্রেতারা।

বগুড়া জেলার ১২টি উপজেলায় এবার কোরবানীর হাট বসেছে ২০টি। আগামীকাল বুধবার পর্যন্ত হাটে কোরবানির গরু ছাগল কেনা বেচা চলবে।

বগুড়া জেলা ভারপ্রাপ্ত প্রানী সম্পদ কর্মকর্তা নাছরীন পারভীন জানান, বগুড়া জেলায় এবার কোরবানির জন্য সাত লাখ চার হাজার ৪৬০টি প্রাণীর চাহিদা রয়েছে। এর বিপরীতে প্রাণী (গরু,ছাগল,ভেড়া, মহিষ) রয়েছে সাত লাখ ২৬ হাজার ৬০০টি। এর বাহিরে আশে পাশের জেলা গুলো থেকে কোরবানির হাটে গরু, ছাগল, ভেড়া, মহিষ বিক্রি করতে আনা হচ্ছে।

কোরবানীর বেশ কয়েকটি হাট ঘুরে দেখা গেছে,গরু ছাগল কিনে ক্রেতা সন্তোষ প্রকাশ করলেও বিক্রেতা বলছেন তিনি ভাল দাম পাননি। রবিবার বগুড়া শহরের কালিতলা হাটে ছাগল বিক্রি করতে আসে পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি গ্রামের আলাউদ্দিন। বাড়িতে পালন করা ছাগলটি কালিতলা হাটে সর্বোচ্চ দাম হয় ৩৬ হাজার টাকা। তিনি বলেন কমপক্ষে ৪০ কেজি মাংস হবে এই ছাগলটির। হাটে আনার আগে গ্রামেই ছাগলটির দাম করা হয়েছিল ৪২ হাজার টাকা। কমপক্ষে ৪৫ হাজার টাকায় বিক্রি করার উদ্দেশ্যে ৪০ কিলোমিটার দুর থেকে বগুড়া এসেছেন ছাগল বিক্রি করতে।

বগুড়া শহরের জয়পুরপাড়ার বাসিন্দা রাশেদ বলেন তিনি বিভিন্ন হাট ঘুরে শিবগঞ্জ  উপজেলার ডাকুমারা হাট থেকে ৬২ হাজার এবং ৫২ হাজার টাকায় দুই ছোট সাইজের গরু কিনেছেন।

তিনি বলেন, হাট গুলো গরুর ব্যাপক আমদানী।তবে বিদেশী জাতের বড় গরুর চাহিদা কম। ৬০ থেকে ৯০ হাজার টাকার গরুর চাহিদা বেশী। বগুড় সদরেে ঘোলা গাড়ি গ্রামের আব্দুল মজিদ সদরের ঘোড়াধাপ হাট থেকে ৮৯ হাজার টাকায় গরু কিনেছেন তিনি বলেন, গত বছর এই গরুর দাম ছিল এক লাখ ১০ হাজার।

বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের শাজাহান আলী বলেন বাড়িতে বিদেশী জাতের গরু পালন করেছেন কোরবানী হাটে বিক্রির জন্য। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন হাটে নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য।কিন্তু আড়াই লাখ টাকার উপর গরুর দাম হচ্ছে না। তিনি বলেন তিন লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে তার আশা ছিল। কিন্তু দাম উঠছে না। হাটে আসা লোকজন বলছেন, গরুর চেয়ে তুলনা মুলক ছাগলের দাম এবার অনেক বেশী। গত বছর ১৫ হাজার টাকায় যে ছাগল কেনা গেছে এবার সেরকম ছাগল এবার বিক্রি হচ্ছে ১৮-২০ হাজার টাকায়। কোরবানীর হাটে ছাগলের চাহিদা গরুর তুলনায় বেশী হওয়ায় দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতাগণ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০