জোড়া ছাগল বিক্রি হলো ৬৭ লাখে!

বগুড়া নিউজ ২৪: ওজন ৬৫ কেজি। কানের পাশে রয়েছে একটি জন্মদাগ। মনে হয় যেন আরবিতে লেখা, ‘আল্লা’। প্রায় একই চিহ্ন পাওয়া গেছে আরেকটি ছাগলের গায়ে। ঈদুল আজহা উপলক্ষে এই জোড়া ছাগল বিক্রি হলো ৫১ লাখ রুপিতে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ লাখ টাকা।

এই ঘটনা ভারতের উত্তরপ্রদেশের। লখনউয়ের বকরা মান্ডিতে ছাগল দুটি বিক্রি হয়। স্থানীয়দের দাবি, চলতি বছরে ছাগল বিক্রি করে কারও এত টাকা আয় হয়নি। খবর আনন্দবাজারের

জোড়া ছাগলের যত্নআত্তিতে অনেক খরচ করেছেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন মালিক মুস্তাক আহমেদ। ৪৫ বছরের মুস্তাক বলেন, ‘৬৫ কেজি ওজনের ছাগলটির নাম রেখেছিলাম সালমান। আমার বাড়িতেই জন্মেছিল সেটি। আরবিতে সালমান শব্দের অর্থ বিনয়ী, বিশ্বস্ত। অন্য ছাগলটিকে গনি বলে ডাকতাম। আরবি ভাষায় যার অর্থ ধনী ও দয়ালু। বছরখানেক আগে রাজস্থান থেকে গনিকে কিনে আনি। দু’টির বিশেষ ডায়েটের জন্য অনেক খরচ করেছি।’

লখনউয়ের বকরা মান্ডির ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন, এ বাজারে বরবরি, তোতাপরী, পঞ্জাবি পানের মতো নানা প্রজাতির প্রায় এক লাখ ছাগলের কেনাবেচা চলে। সেগুলোর নামও বেশ বাহারি। পাঠান, হীরা, রাজকুমার, টাইগার। এক-একটি ছাগলের দামই শুরু হয় দশ হাজার রুপি থেকে। তবে লাখ লাখ রুপিতেও বিক্রি হয় অনেক ছাগল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০