নাটোর দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের ১৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

নাটোর প্রতিনিধি : নাটোর জেলার সবচেয়ে প্রাচীন দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের ১৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব শুরু হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান পৌনে দুইশ’ বছর ধরে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। এটি গৌরবের। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐতিহ্যের ধারক হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশের ডিআইজি প্রকৌশলী এ জেডএম নাফিউল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাজার বংশধর অরুপ রায় এবং নাটোর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান। উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মনসুর মিন্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসব শুরু হয়। উদ্বোধনী সেশন ছাড়াও দিনব্যাপী আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া সুরম্য স্যুভেনির বের করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০