বগুড়ায় রোটারী বর্ষ শুরু উপলক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:  শনিবার (১ জুলাই) বগুড়ায় রোটারী বর্ষ শুরু উপলক্ষ্যে র‌্যালিতে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘কাঁচা মরিচ কৃষিজাত পণ্য। তাই এর দাম কেন বেড়েছে তা কৃষি মন্ত্রণালয় ভাল বলতে পারবে।

মন্ত্রী বলেন, ‘কাঁচা মরিচের দাম কেন বাড়লো, প্রোডাকশন কী, তা কৃষি মন্ত্রণালয় ভাল জানে। তবে এটুকু বলতে পারি সরকার কাঁচা মরিচ আমদানি করার অনুমতি দিয়েছে।

রোটারী ক্লাব অব বগুড়ার পক্ষ তেকে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা হয় এর পর তিনি র‌্যালিতে অংশগ্রহণ করেন। রোটারী বর্ষ র‌্যালিটি শহরের প্রধান প্রধান  সড়ক পদক্ষিণ করে বগুড়া সার্কিট হাউসে এসে শেষ হয়।

 

র‌্যালিতে রোটারী ইন্টারন্যাশনাল জেলা ৩২৮১ এর গর্ভনর আশরাফুজ্জামান নান্নু, বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, রোটারী ইভেন্ট চেয়ার ডা. এ এইচ জাহিদুল ইসলাম রোমেল, জেলা সেক্রেটারি আশিক ইকবাল টুটুল, বগুড়ার প্রেসিডেন্ট ডা. মতিউর রহমান, বগুড়া জোন বর্ষ শুরু র‌্যালির ইভেন্ট চেয়ার মামদুদুর রহমান শিপন, র‌্যালি রেজিস্ট্রেশন চেয়ার রেজাউল হাসান রানু প্রমুখ অংশ নেন। র‌্যালি শেষে মন্ত্রী রোটারীর মূল অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তাকে সংবর্ধনা জানানো হয় সন্মননা ক্রেষ্ট দিয়ে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১