হজ পালন শেষে দেশের পথে রাষ্ট্রপতি

বগুড়া নিউজ ২৪:  পবিত্র হজ পালনের পর মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

রোববার (২ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টায় রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভি আইপি ফ্লাইট মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

মদিনার ডেপুটি গভর্নর ওহায়েব আল শেহলি, মদিনার রয়েল প্রটোকল প্রধান ইব্রাহিম আল বারী এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. জাবেদ পাটোয়ারী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

হজের আনুষ্ঠানিকতা শেষে মক্কা থেকে মদিনায় পৌঁছে গত রাতে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন রাষ্ট্রপতি।

সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করেন রাষ্ট্রপতি। এর আগে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ২৩ জুন সৌদি আরব সফরে যান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১