বগুড়ার সারিয়াকান্দিতে বাড়ছে যমুনার পানি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দিতে পুনরায় বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি । আগামী ৫ দিন এ পানি বৃদ্ধি অব্যাহত থাকবে । তবে ১৫ দিনের মধ্যে বড় কোনও বন্যা হওয়ার আশঙ্কা নেই। বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সারিয়াকান্দিতে গত ২২ জুন পর্যন্ত যমুনা নদীর পানি সর্বশেষ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল। সেদিন পানির উচ্চতা ছিল ১৫.৭৬ মিটার।

তার পর দিন ২৩ জুনও পানির উচ্চতা একই ছিল। এরপর ২৪ জুন থেকে পানি কমতে শুরু করে। ১ জুলাই পর্যন্ত পানি কমতে থাকে। সেদিন পানির উচ্চতা ছিল ১৪.৪২ মিটার। তার পরদিন ২ জুলাই থেকে আবারও যমুনা নদীর পানি বাড়া শুরু করেছে। সেদিন পানির উচ্চতা ছিল ১৪.৪৭ মিটার। তারপর ৩ জুলাই ২ সেন্টিমিটার বেড়ে পানির উচ্চতা হয় ১৪.৪৯ মিটার। গত মঙ্গলবার ৬ সেন্টিমিটার পানি বেড়ে পানির উচ্চতা হয় ১৪.৫৫ মিটার।

গত কয়েকদিনের তুলনায় বুধবার সবচেয়ে বেশি পানি বেড়েছে। সেদিন যমুনার পানি ৩৭ সেন্টিমিটার বেড়ে উচ্চতা হয় ১৪.৯২ মিটার। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বিকাল ৩ টায় সারিয়াকান্দি মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১৫.০৫ মিটার। অর্থাৎ গত কয়েকদিনে যমুনার পানি ৫৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে পানি এখনো বিপদসীমার ১ মিটার ২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পুনরায় পানি বৃদ্ধি পেয়ে উপজেলার দক্ষিণ শংকরপুর, পূর্বধারাবর্ষা, পশ্চিম ধারাবর্ষা, কেষ্টিয়ারচর, কোমরপুর, চানবাড়ী, মাঝবাড়ী, কালাইহাটা, পৌতিবাড়ী, চর মাঝিরা, হাতিয়া বাড়ী, কালিয়ান, আগ বোহাইল, নিজ বোহাইল, আওলাকান্দি, ভাংগারছেও উত্তর বেণীপুর, দক্ষিণ বেণীপুর , মিঠনেরপাড়া, কাজলা, বাওইটোনা, কুড়িপাড়া, পাকেরদহ, উত্তর টেংরাকুড়া, দক্ষিণ টেংরাকুড়া, পাকুড়িয়া, ময়ুরের চর, ট্যাকামাগুড়া, চর ঘাগুয়া, জামথল, বেড়াপাঁচবাড়ীয়া, ফাজিলপুর, বহুলাডাঙ্গা, চালুয়াবাড়ী, আওচারপাড়া, সুজালিরপাড়া, শিমুলতাইড়, তেলিগাড়ী, কাকালীহাতা, হরিরামপুর, ভাংগরগাছা, ধারাবরির্ষা, বিরামেরপাঁচগাছি, হাটবাড়ী, চরদলিকা, মানিকদাইড়, কর্ণিবাড়ী, শনপচা, মুলবাড়ী, নান্দিনাচর, ডাকাতমারা, তালতলা, মিলনপুর, শালুখা, চর বাটিয়া, গজারিয়া, দারুনা, হাটশেরপুর, ধনারপাড়া, শিমুলবাড়ী, চকরতিনাথ, করমজাপাড়া, নয়াপাড়া, কর্ণিবাড়ী, ধরবন্ধ, দিঘাপাড়া, ক্ষেপির পাড়াসহ ১২২ টি চরের লোকালয়ের চারপাশে পানি উঠতে শুরু করেছে ফলে তারা পানিবন্দী হতে শুরু করেছেন।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, আগামী ৫ দিন পর্যন্ত যমুনার পানিবৃদ্ধি অব্যাহত থাকতে পারে । তবে এ যাত্রায় পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা খুবই কম । আশা করা যাচ্ছে আগামী ১৫ দিনের মধ্যে বড় কোন বন্যা হবে না।

সারিয়াকান্দি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, বন্যা মোকাবিলায় আমাদের সকল প্রকার প্রস্তুতি রয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১