সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ করেছে উপজেলা ওলামা পরিষদ ও তৌহিদী জনতা। কোরআন অবমাননাকারীদের ফাঁসির দাবি জানানো হয়।
ওলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে গতকাল শুক্রবার বাদআছর পৌর সদরের কলেজ জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়ক ঘুরে পৌর শহরের সবগুলো সড়ক প্রদক্ষিণ করে। পুলিশের কড়া নিরাপত্তায় এই বিক্ষোভে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশ নেন।
পরে বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা ওলামা পরিষদের নেতা মাওলানা নাজমুল হক, মুফতি ওমর ফারুক, মুফতি মোশারফ হোসেন, মুফতি শামীম হোসেন, মোহাম্মদ আইযুব আলী, মো. আব্দুল জলিল প্রমুখ।
বক্তারা বলেন, সুইডেনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করে মুসলমানদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এই অপর্কমের জন্য অপরাধীদের ফাঁসি দিতে হবে। সুইডিস সরকারকে অবিলম্বে অপরাধীকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানান বক্তারা।
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১