নিউজিল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ২

বগুড়া নিউজ ২৪ঃ নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিফা নারী ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট শুরুর কয়েক ঘণ্টা আগে এক বন্দুকধারী গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশ কর্মকর্তাসহ ৬ জন। পরে পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে অকল্যান্ডের প্রধান বাণিজ্যিক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, অকল্যান্ডে নির্মাণাধীন একটি ভবনের ভেতর থেকে এক ব্যক্তি গুলি চালায়। গুলির শব্দ শুনে পুলিশ ওই বন্দুকধারীকে অনুসরণ করে। তখনও ওই বন্দুকধারী গুলি চালাতে থাকেন। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ভবন থেকে বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়।

দেশটির পুলিশ হতাহত ও বন্দুকধারীর পরিচয় নিশ্চিত করেনি।

এদিকে হামলার এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। তিনি বলেন, বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট পরিকল্পনা অনুযায়ীই শুরু হবে। এ জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে।

ক্রিস হিপকিন্স বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ হামলার ঘটনায় কোনো রাজনৈতিক বা আদর্শিক উদ্দেশ্য শনাক্ত হয়নি।

দেশটির ক্রীড়ামন্ত্রী গ্রান্ট রবার্টসন বলেছেন, খেলোয়াড়দের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন জানিয়েছেন, ফিফার কর্মী ও ফুটবল টিমগুলোর সবাই নিরাপদ ও সুরক্ষিত আছেন।

অকল্যান্ডের ইডেন পার্কে নবম নারী ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক নিউজিল্যান্ড ও নরওয়ে মুখোমুখি হবে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যৌথভাবে নবম নারী বিশ্বকাপের আয়োজক।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১