বগুড়ার শাজাহানপুরে কুপিয়ে প্রভাষককে হত্যা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে শাহজালাল তালুকদার ওরফে পারভেজ (৪০) নামের এক প্রভাষক খুন হয়েছেন। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপড় এলাকায় এ ঘটনা ঘটে।

পারভেজ তালুকদার উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার সাবেক মেম্বার মনসুর তালুকদার ওরফে মন্টু মিয়ার ছেলে। তিনি কৈচড় বিএম কলেজের প্রভাষক ও আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। এসব ঘটনা নিশ্চিত করেন আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী।

তিনি জানান, পারভেজ মোটরসাইকেলে চড়ে সকালে সাবরুল বাজার থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। পথে মাথাইল চাপড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় ৪ থেকে ৫ জন সন্ত্রাসী এসে তার পথরোধ করে কোপাতে থাকে। পারভেজ সেখান থেকে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়ার চেষ্টা করেন। দুবৃত্তরা বাড়ীর ভিতরে  তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান বলেন, এদিকে ছেলের মৃত্যুর খবর সইতে না পেরে পারভেজের বাবা সাবেক মেম্বার মন্টু মিয়া স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। কারণ প্রায় দেড় মাস আগে পারভেজের বড় ভাই পান্নুকে স্থানীয় সন্ত্রাসীরা  চাঁদার দাবিতে ছুরিকাঘাত করে। ওই সময় পান্নু বেঁচে যায়। তবে তখন ছোট ভাই পারভেজের ক্ষতি করার হুমকি দিয়েছিল। আজকে সে ঘটনাই সত্যি হলো।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই আনিসুর রহমান বলেন, সকাল ১১ টা ১৫ মিনিটে পারভেজ নামে একজনকে গুরুতর আহত অবস্থায় শজিমেক হাসপাতালে আনা হয়। তার মাথা, ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ডান হাতের কব্জি বিচ্ছিন্ন ছিল। হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০