বগুড়ায় আইএইচটি’র সাবেক ছাত্রনেতা সজল ঘোষের বিরুদ্ধে থানায় মামলা

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল ঘোষের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে বগুড়া সদর থানায় বাদি হয়ে এই মামলা এই দায়ের করেন আইএইচটি শিক্ষার্থী শাহরিয়ার হোসেন।

মামলায় সজল ঘোষের বিরুদ্ধে অন্যায়ভাবে নিরীহ শিক্ষর্থীদের আটক করে মারধর করা, চাঁদাবাজি, জোরপূর্বক অর্থ আদায়, প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের বিষয় উল্লেখ করা হয়। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সজল ঘোষ পালিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

এজাহারে উল্লেখ করা হয়, প্রায় এক যুগ ধরে অবৈধভাবে আইএইচটির ছাত্রাবাসের ২১৮ নম্বর কক্ষ দখল করে রেখেছিলো সজল। সেখানে সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ তৈরী করেছে। এছাড়া শিক্ষার্থীদের মারধর, হলে সিট বাণিজ্য, মাদক সেবন এবং পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা জোর করে আদায় করতো সজল।

গত ২৯ আগস্ট বিকাল থেকে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিক্ষোভ চালিয়ে যান শিক্ষার্থীরা। সজল ঘোষ বগুড়া শহরের রহমাননগর এলাকার মৃত সুমেন ঘোষের ছেলে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০