বগুড়া শিবগঞ্জে কিশোরী ধর্ষন দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিবৃতি

স্টাফ রিপোর্টার: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখার সভাপতি অ্যাড. দিলরুবা নূরী ও সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার অ্যানি এক যৌথ বিবৃতিতে- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিশোরী ধর্ষণ ও শরীরে আগুন দিয়ে পুড়ে মারার চেষ্টা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষী আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।সেই সাথে এই ঘটনাই প্রমান করে নারীর নিরাপত্তা না ঘরে আছে না বাইরে আছে। বগুড়ায় আইন-শৃংঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তাই নেতৃবৃন্দ এই পরিস্থিতিতে চরম উদ্বিগ্নতা প্রকাশ করেছেন এবং অবিলম্বে বগুড়ার নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে বগুড়া জেলার আইন-শৃংঙ্খলা পরিস্থিতি উন্নতি ও সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার নিশ্চিত করতে আইন-শৃংঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “গত ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার একা বাড়িতে ছিল ১৭ বছর বয়সী ঐ কিশোরী । পুলিশ ধারনা করছে ধর্ষণের পরে কিশোরী অচেতন হয়ে পড়লে ধর্ষক শরীরে আগুন লাগিয়ে পালিয়ে যায় আর আগুনের তাপে কিশোরীর জ্ঞান ফিরে প্রতিবেশীকে ঘটনা জানালে তারা তাকে হাসপাতালে ভর্তি করে। নারী নির্যাতনের ভয়াবহতার ধরন বেড়েই চলছে । কতভাবে যে নারীর প্রতি সহিংসতা ঘটানো হচ্ছে! কিন্তু অপরাধীরা বরাবরের মতোই পার পেয়ে যায় বিচারের হাত থেকে। আর এই বিচারহীনতার অপসংস্কৃতি দিন দিন নারী নির্যাতনকে বাড়িয়ে চলেছে। টাকা আর ক্ষমতার দাপটে অপরাধী পার পেয়ে যায় আর ভুক্তভোগীরা ভয়, আতঙ্ক আর অসহায়ভাবে দিনাতিপাত করে। নারীর নিরাপত্তা না ঘরে আছে না কর্মস্থলে আছে না রাস্তায় আছে। একদিকে নারীর নিরাপত্তাহীনতা অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি, রাজনৈতিক ফ্যাসিবাদীরূপ নারীর উপর নিপীড়নকে তরান্বিত করে। বাংলাদেশের জনগণকেই এই দুর্বিসহ অবস্থার পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০