বগুড়ায় আমন ধানের বাম্পার ফলনের আশা চাষিদের

ষ্টাফ রপোর্টারঃ বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এ দেশে শতকরা ৮৫ ভাগ লোক গ্রামে বাস করেন কৃষিই তাদের প্রধান উপজীবিকা। কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে ৫৯ লাখ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপকূলীয় অঞ্চল বগুড়ায় মানুষ কৃষির উপর নির্ভরশীল তাদের প্রধান কৃষি ফসল আমন ধান।

বগুড়ায় জেলার ১ লাখ ৪ হাজার ২৩১ হেক্টর চাষযোগ্য জমির মধ্যে আমন চাষ হয়েছে ৯৮ হাজার ৮৫০ হেক্টর জমিতে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে আমনের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরগুনায় এ বছর মোট ৯৮ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে বরগুনা সদরে ২৫ হাজার ৪০০, আমতলীতে ২৩ হাজার ৩৭১, তালতলীতে ১৬ হাজার ২৩০, বেতাগীতে ১০ হাজার ৬৯২, বামনায় ৬ হাজার ৩৩০ এবং পাথরঘাটা উপজেলায় ১৬ হাজার ৮২৭ হেক্টর জমিতে হাইব্রিড, উচ্চফলনশীল ও স্থানীয় জাতের আমন চাষ করা হয়েছে।

উপকূলীয় এলাকার কৃষকদের প্রধান ফসল আমন হওয়া বরগুনার ৫৫ ভাগ জমিতে বি-আর, ব্রি ও বিনা—এই তিন জাতের উফশী ধান আবাদ করা হয়েছে। বাকি ৪৫ ভাগ জমিতে আবাদ করা হয় স্থানীয় জাতের আমন। জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম বলেন,খরা আর অতিবৃষ্টির কারণে আমন আবাদে যে শঙ্কা তৈরি হয়েছিল, তাকে পেছনে ফেলে চলমান মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ