রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে উড়িয়ে দিলো ভারত

বগুড়া নিউজ ২৪ঃ চলমান ওয়ানডে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াইটা হলো একপেশে। ব্যাট হাতে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হওয়া পাকিস্তান এদিন পাত্তা পায়নি ভারতীয় ব্যাটারদের কাছে। আফ্রিদি-রউফদের তুলোধুনো করে ব্যাট হাতে ঝড় তুলেন ভারতের রোহিত শর্মা। পাকিস্তানের দেয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত-আয়ারের অর্ধ-শতকে ১১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত।

এর আগে, আহমেদাবাদের ব্যাটিং সহায়ক উইকেটে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে পাকিস্তানের দুই ওপেনার। প্রথম ৮ ওভারে কোনো উইকেট পড়েনি পাকিস্তানের। ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে আব্দুল্লাহ শফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ। ক্রিজ ছাড়ার আগে ২৪ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো শফিক।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার ইমাম উল হকও। দলীয় ৭৩ রানে দুই ওপেনারকে হারানোর পর দলের ভার কাঁধে নেন অধিনায়ক বাবর আজম ও উইকেটরক্ষক ব্যাটাসম্যান মোহাম্মদ রিজওয়ান। দুই জন মিলে দারুণ শুরু করেন। জুটি গড়েন ৮২ রানেরও। ৫৮ বলে ৭ চারে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন পাক কাপ্তান।

বাবরের বিদায়ের পর ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। মাত্র ৩৬ রান যোগ করতেই শেষের ৮ উইকেট হারিয়েছে বাবরের দল। শেষ পর্যন্ত ৪২.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে পাকিস্তান। ভারতের পক্ষে যশপ্রীতি বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা প্রত্যেকেই দুইটি করে উইকেট শিকার করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ