সিরাজগঞ্জে সুমাইয়া হত্যা মামলায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে সুরাইয়া খাতুন নাসরিন (১৯) হত্যা মামলার প্রধান আসামি রোমান ওরফে নোমানকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার বিকাল ৫টার দিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নোমান সিরাজগঞ্জ সদরের পূর্ব মোহনপুর গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে।

বৃহস্পতিবার র‌্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিততে এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নোমানকে ঢাকার আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব সূত্র জানায়, স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হওয়ায় দুই বছর ধরে সুমাইয়া খাতুন বাবার বাড়িতে বসবাস করছিলেন। পরবর্তীতে রোমানের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের সুবাদে রোমান মাঝে মধ্যেই সুমাইয়া খাতুনকে তাদের বাড়িতে বেড়াতে নিয়ে যেত। চলতি বছরের ৬ অক্টোবর নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে রোমান তার এক বন্ধুর বাড়িতে নিয়ে যায়। এর পরের দিন ভোরে রোমান ও তার বন্ধুরা সুমাইয়া খাতুনকে অচেতন অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া খাতুনকে মৃত ঘোষনা করেন। পরে মৃত্যুর খবর সুমাইয়ার বাবাকে জানিয়ে পালিয়ে যান রোমান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ