‘ক্ষমতায় থাকতেই সরকার সকল আয়োজন করেছে’

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের সাংবিধানিকতা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। কেবলমাত্র একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতেই সরকার সকল আয়োজন করেছে।’

শনিবার গুলশানে দ্য ওয়েস্টিন হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন সুজন সম্পাদক। এ সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য।

বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা নাগরিক সমাজের প্রতিনিধিরা কাউকে ক্ষমতাচ্যূত করতে বা কাউকে ক্ষমতায় বসাতে কথা বলছি না। আমরা বলছি জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারের কথা। আমরা সুজনের পক্ষ থেকে বিবদমান রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সংলাপ প্রয়োজনীয়তার কথা বলছি এবং সেই আলোকে কাজ করছি। আমি মনে করি, একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন নূর খান লিটন, আবু আলম মোহাম্মদ শহীদ খান, অধ্যাপক আসিফ নজরুল, আবু সাঈদ খান, আব্দুল হক, শহীদুল্লাহ কায়সার, ডা. জাহেদ উর রহমান প্রমুখ। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ