সীমান্তে সাড়ে ৭ কেজি গানপাউডার ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর টেক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি ৪৫০গ্রাম গানপাউডার ও আগ্নেয়াস্ত্রসহ মনিরুল ইসলাম নামে একজনকে আটক করেছে ৫৩ বিজিবি। আটক মনিরুল ইসলাম জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সূর্যনারায়নপুর গ্রামের মৃত সাবদুল হকের ছেলে।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ৫৩বিজিরি অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হোসেনের নেতৃত্বে জহুরপুর টেক বিওপির সদস্যরা টোকনা নদীর চর এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ২জন দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা মনিরুল ইসলামকে ৭ কেজি ৪৫০গ্রাম গান পাউডার, একটি পিস্তুল, একটি ম্যাগজিন ও একটি তাজা গুলিসহ আটক করে এবং অন্যজন দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

শনিবার সকালে ৫৩বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

৫৩-বিজিরি অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হোসেন বলেন, বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্রসহ চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ