অষ্টম ব্যালন ডি’অর জিতে যে ৯ কীর্তি গড়লেন মেসি

বগুড়া নিউজ ২৪:  রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানজনক এই পুরস্কার জেতার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে। যে কীর্তিতে মেসি আগেই ছিলেন অনন্য, এবার সেটাকেই আরও একধাপ বাড়িয়ে নিলেন এলএমটেন!

ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যালন ডি’অর ২০২৩ এর বিজয়ীয় নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে থেকেই ফুটবলপ্রেমীরা জানতো কার হাতে উঠছে এবারের পুরস্কার। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো থেকে শুরু করে ফুটবল বিশ্লেষক, সবাই এক বাক্যে লিওনেল মেসির নাম জানিয়ে দিয়েছিলেন অনেক আগেই। তবুও অপেক্ষা ছিল কেবলই আনুষ্ঠানিক ঘোষণার।
সোমবার (৩০ অক্টোবর) প্যারিসে বাংলাদেশ দিবাগত রাতে অষ্টমবারের মতো ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে মেসির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন হয়। অষ্টম ব্যালন ডি’অর জয়ের মাধ্যমে নতুন ৯ কীর্তি গড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

চলুন জেনে নিই মেসির গড়া সে সব কীর্তি সম্পর্কে-

(১) ইউরোপের বাইরে খেলা প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়।

(২) মেজর লিগ সকারে (এমএলএস) খেলা প্রথম খেলোয়াড়ের ব্যালন ডি’অর জয়।

(৩) তিনটি ভিন্ন ক্লাবের হয়ে জেতা প্রথম ফুটবলারের ব্যালন ডি’অর জয়।

(৪) যুক্তরাষ্ট্রের ফুটবলে খেলা প্রথম খেলোয়াড়ের ব্যালন ডি’অর জয়।

(৫) প্রথম অ-ইউরোপীয় খেলোয়াড় হিসেবে ৩৫ বছরের বেশি বয়সে ব্যালন ডি’অর জেতা।

(৬) প্রথম ও সর্বশেষ ব্যালন ডি’অর জয়ের মধ্যে সবচেয়ে বেশি ১৪ বছরের ব্যবধান।

(৭) প্রথম খেলোয়াড় হিসেবে ১৪ বার ব্যালন ডি’অরের শীর্ষ তিনে।

(৮) মেসির কল্যাণে সবচেয়ে বেশিবার এই সম্মাননা পাওয়া দেশ এখন আর্জেন্টিনা।

(৯) ব্যালন ডি’অরে সবচেয়ে বেশি পয়েন্ট।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ