বর্ষাকালে মুরগি একটু কম ডিম পাড়ে: প্রধানমন্ত্রী

বগুড়া নিউজ ২৪: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্ষাকালে মুরগি এমটিতেই একটু কম ডিম পাড়ে। ডিমের দাম বাড়লো কেন, সেটা নিয়ে চিৎকার। যখন বললাম আমদানি করবো, তার আগে দাম গেলো কমে। আমদানি আর করা লাগলো না। এ সময় তিনি কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ তোলেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলজিয়াম সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছুটা কৃত্রিমভাবে করা হচ্ছে। এত আলু উৎপন্ন হচ্ছে। তারপর হঠাৎ দাম বাড়ানো। এখানে তো কিছু কাজ আছে। বর্ষাকালে মুরগি এমনিতেই একটু কম ডিম পাড়ে। ডিমের দাম বাড়লো কেন, সেটা নিয়ে চিৎকার। যখন বললাম আমদানি করবো, তার আগে দাম গেলো কমে। আমদানি আর করা লাগলো না।

মজুতদারদের হুঁশিয়ার করে তিনি বলেন, এখন আবার দেখলাম বাণিজ্যমন্ত্রী বললেন আলু আমদানি করবেন। আলু পচাবে, তারপরও দাম কমাবে না। এটা তো ঠিক নয়। সে জন্য বলছে দোকানে দোকানে নয়, যারা মজুত করছে তাদের ধরতে হবে। আমি সেই নির্দেশ দিয়েছি। সেটাই করা হচ্ছে। যাতে মজুত করে না রাখতে পারে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ