হোলি আর্টিজান হামলা: ৭ জঙ্গির মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড

বগুড়া নিউজ ২৪: গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় বিশেষ আদালতের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাত জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট।

বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।

তিনি বলেছেন, “নতুন রায়ে ‘আমুত্যু কারাদণ্ড’ বলতে বোঝানো হয়েছে যে, আসামিরা যতদিন বেঁচে থাকবে, ততদিন তারা কারাভোগ করবে।”

আমৃত্যু কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হচ্ছেন – জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী, আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে রাশ, সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাকিবুল হাসান রিগ্যান, মামুনুর রশিদ রিপন এবং শরিফুল ইসলাম খালিদ।

দণ্ডপ্রাপ্ত আসমিদের সবাই এখন কারাগারে রয়েছে, বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

এর আগে, ২০১৯ সালের ২৭শে নভেম্বরে দেয়া হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার রায়ে সাতজন জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছিলো ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আদালত।

এরপর সাজাপ্রাপ্ত জঙ্গিদের ‘ডেথ রেফারেন্স’ এবং আসামিপক্ষের করা আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য ৩০শে অক্টোবর দিন ধার্য করেছিলো হাইকোর্ট।

সাত বছর আগে ২০১৬ সালের পহেলা জুলাই রাতে ঢাকার অভিজাত এলাকা গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা বিবেচনা করা হয়।

এতে ১৮ জন বিদেশি নাগরিক সহ ২২ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে নয় জন ইতালির, সাত জন জাপানের, একজন ভারতীয় এবং তিনজন বাংলাদেশি নাগরিক ছিলেন।

তিনজন বাংলাদেশির মধ্যে একজনের দ্বৈত নাগরিকত্ব ছিলো।

এছাড়া দুইজন পুলিশ কর্মকর্তাও সেদিন জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ