দৌলতপুরে ইলিশ ধরার অপরাধে তিন জেলের অর্থদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০ হাজার টাকা মূল্যের মাছ ধরার জাল পুড়িয়ে দেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা পাড়া সংলগ্ন পদ্মা নদীতে ইলিশ ধরার সময় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম। তিনি জানান, ইলিশ সংরক্ষণে ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা অবস্থায় স্থানীয় তিন জেলেকে আটক করা হয়। জেলেরা ভুল স্বীকার করে আর মাছ ধরবে না মর্মে স্বীকারোক্তি প্রদান করায় তাদের ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জেলেদের কাছ থেকে উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়। এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ