শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করলো আইসিসি

বগুড়া নিউজ ২৪: শ্রীলঙ্কার ক্রিকেটের (এসএলসি) সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ এক বিবৃতি দিয়ে এ বিষয়ে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কা ক্রিকেটে সরাসরি দেশটির সরকারের হস্তক্ষেপের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। নিজেদের বিবৃতিতে আইসিসির পক্ষ থেকে বলা হয়, ‘আইসিসি বোর্ড আজ সভা করেছে এবং নিশ্চিত হয়েছে যে, শ্রীলঙ্কা ক্রিকেট সংস্থার সদস্য হিসেবে তাদের বাধ্যবাধকতাগুলোর গুরুতর লঙ্ঘন করছে। বিশেষ করে স্বায়ত্তশাসিতভাবে বোর্ডের বিষয়গুলি পরিচালনা করার প্রয়োজনীয়তা এবং এর প্রশাসনে কোনো সরকারি হস্তক্ষেপ নেই, এসব নিশ্চিত করতে পারেনি। এই স্থগিতাদেশের শর্তগুলো যথাসময়ে জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’

কয়েকদিন আগে বিশ্বকাপে ভরাডুবির কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সকল সদস্যকে বরখাস্ত করেলেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। এরপর ২৪ ঘণ্টার ব্যবধানে লঙ্কান আদালতের দেওয়া আদেশে পুনরায় স্বপদে পুর্নবহাল হন বরখাস্ত বোর্ড সদস্যর।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ