বগুড়ায় সুজন- সুশাসন জন্য নাগরিক এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ষ্টাফ রিপোর্টার: নানা আয়োজনে বগুড়ায় সুজন- সুশাসন জন্য নাগরিক এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় শহরের বাগান বাড়ীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কেক কর্তন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। অত্র সংগঠনের সভাপতি এ কে এম সালামত উল্লাহ এর সভাপতিত্বে কেক কর্তনের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে কেক কর্তন ও বৃক্ষরোপন কর্মসূচিতে বিশেষ অবদান রাখায় আল আমিন মন্ডল, আব্দুস সালাম, আবু মুসা, শাকিল আহমেদ চৌধুরী রনি, আব্দুল লতিফ ও সুজন শাজাহানপুর উপজেলা কমিটিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

যুগ্ন সাধারণ সম্পাদক আঃ লতিফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুজন সুশাসন জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক মমিনুর রশীদ শাইন , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা সানু, প্রচার সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী রনি। এ সময় উপস্থিত ছিলেন সুজন জেলা সমন্বয়কারী আলমাস রহমান, সদস্য ইউনুস আলী, ইউসুব আলী, কোহিনূর খাতুনসহ জেলা ও উপজেলা সুজন কমিটির নেতৃবৃন্দ।

২০২৩ সালে বৃক্ষরোপন কর্মসূচিতে বিশেষ অবদান রাখায় সুজন নেতৃবৃন্দের মধ্যে ৬ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ