বিভিন্নস্থানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বগুড়া নিউজ ২৪: বগুড়াসহ অন্যান্যস্থানেও গতকাল নানা কর্মসূচির মাধ্যমে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

শজিমেক ও হাসপাতাল: শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়ার এন্ডোক্রাইনোলজি বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েলের সভাপতিত্বে ও এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আলম, অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুশান্ত কুমার সরকার, অধ্যাপক ডা. আশরাফুল আলম, অধ্যাপক ডা. নিতাই চন্দ্র সরকার, উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ, ডা. শহীদুল হক প্রমুখ।

এর আগে দিনের শুরুতে র‌্যালি, বিনামূল্যে রক্তের গ্লুকোজ পরীক্ষার উদ্বোধন করা হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন চিকিৎসক, নার্সসহ হাপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ ছাড়া আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন,
ক্ষেতলাল (জয়পুরহাট): বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, ফ্রি ক্যাম্পেইন ও শোভাযাত্রার বের করে জয়পুরহাটের ক্ষেতলাল ডায়াবেটিক সমিতি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় ক্ষেতলাল ডায়াবেটিক চত্বরে সমিতির সভাপতি ও ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোর্শেদা বেগম ও ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির চিকিৎসক ডা: নুর আলম সিদ্দিক, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ মোল্লা, আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সমন্বয়ক সাংবাদিক আজিজুল হক। ফ্রি ক্যাম্পেইনে সাড়ে তিনশ’ মানুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা শেষে চিকিৎসা দেওয়া হয়।

গাইবান্ধা: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে সমিতির কর্মকর্তা এবং রোগীদের উপস্থিতিতে আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন সিনিয়র মেডিকেল অফিসার ডা: প্রদীপ কর্মকার।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা: শহিদুজ্জামান হারুন, জিল্লুর রহমান, কাজী মকবুল হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক প্রতাপ ঘোষ প্রমুখ।

নওগাঁ: এ জেলায় ডায়াবেটিক সমিতির উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো: আব্দুস সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরী কমিটির সদস্য কাজী জিয়াউর রহমান বাবলু, চীফ মেডিকেল অফিসার ডা: মো: এছাহাক আলী আকন্দ, সিনিয়র মেডিকেল অফিসার ডা: মো: মাছুদ আলী দেওয়ান, মেডিকেল অফিসার ডা: কাজী ফারাহ্ ফিরোজ প্রমুখ।

কুড়িগ্রাম: এ জেলায় হাসপাতাল চত্বরে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো: মঞ্জুর-এ-মুর্শেদ, পুলিশ সুপার আল-আসাদ মো: মাহফুজুল ইসলাম। কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি প্রফেসর মো: আফতাব হোসেন এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির মহাসচিব ও পৌর মেয়র কাজিউল ইসলাম, সমিতির সমন্বয়কারী দুলাল বোস প্রমুখ।

শাহজাদপুর (সিরাজগঞ্জ): এ উপজেলায় ডায়াবেটিক সমিতির সভাপতি হাসিব খান তরুণের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাসিম হাসান, যুগ্ম সম্পাদক মুমিনুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ আফরোজা খাতুন, কার্যকরী সদস্য পুস্প খান, আব্দুল মকিত খান প্রমুখ। শেষে ডায়াবেটিক সমিতির উদ্দ্যোগে বিনামূল্যে ৫শ’৮৭ জন রোগীর বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা করা হয়।

কাহারোল (দিনাজপুর): কাহারোলে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ও বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুড সেন্টার এর সহযোগিতায় এবং বিশেষজ্ঞ ডাক্তার ডিসি রায় এর তত্ত্বাবধানে সারাদিন ব্যাপী কাহারোল উপজেলা চত্বরে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয় এবং চিকিৎসার পরামর্শ প্রদান করা হয়েছে।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও): এ উপজেলায় অংশ নেয় চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পীরগঞ্জ ডায়াবেটিস হাসাপাতালে সহ-সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ফয়জুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দেলওয়ারা বুলবুল, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): এ উপজেলায় হাসপাতালের সভাপতি আব্দুল গণি সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির স্বতাধিকারী ও টিএমএসএস মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. সাজেদুল ইসলাম সুজন, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হবিবর রহমান প্রমুখ।

সাদুল্লাপুর (গাইবান্ধা): এ উপজেলায় সমিতির সভাপতি খন্দকার জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক মিলনের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক, অধ্যক্ষ শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, সমিতির কোষাধ্যক্ষ তাজুল ইসলাম রেজা প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ