তফসিল ঘোষণার পরেই বগুড়া শহরে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার: বগুড়ায় বিএনপিও সমমনা দলের ডাকা ৫ম দফায় ৪৮ ঘন্টার অবরোধের ১ম দিন শান্তিপূর্ণভাবে শেষ হলেও সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর শহরের শেরপুর রোডের মফিজ পাগলার মোড় এলাকায় ৩-৪টি ককটেল বিস্ফোরিত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন যুবক কয়েকটি মোটরসাইকেলে এসে সেখানে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এতে আতংক ছড়িয়ে পড়লে লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করে। তবে এতে কেউ আহত হবার খবর পাওয়া যায়নি।

ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করেন। পরে সেখানে আইনশৃংখলা বাহিনী পৌছিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে সন্ধ্যা ৭ টায় প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

এদিকে, তফসিল ঘোষণার পর বিরোধিতা করে বিএনপি শহরের সুত্রাপুর মফিজ পাগলার মোড় এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ দেখে মিছিলকারীরা চলে যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ