ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে পেশাজীবী সমন্বয় পরিষদ

বগুড়া নিউজ ২৪: আগামি ৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে পেশাজীবী সমন্বয় পরিষদ।
সমন্বয় পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শিবলু) স্বাক্ষরিত আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতির পিতার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সংবিধান অনুযায়ী আগামী সাধারণ নির্বাচন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে সমুন্নত রেখে উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের আপামর জনসাধারনকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহবান জানিয়েছেন পেশাজীবী নেতৃবৃন্দ।
তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্রমনা প্রতিটি রাজনৈতিক দলেরও উচিত হবে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বিকশিত করার লক্ষ্যে আত্মনিয়োগ করা।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের আভ্যন্তরীন রাজনীতিতে বিদেশী শক্তির হস্তক্ষেপ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে বন্ধু রাষ্ট্রসমূহকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করারও আহবান জানান পেশাজীবী নেতৃবৃন্দ।
পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, এটর্নি জেনারেল এডভোকেট আবু মোহাম্মদ আমিন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এস. এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অধ্যাপক ডা. আ. ফ. ম. রুহুল হক এমপি, সাংবাদিক শফিকুর রহমান এমপি, বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ’র সভাপতি কৃষিবিদ অধ্যাপক ড. মো.শহীদুর রশীদ ভূঁইয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মমতাজ উদ্দিন ফকির, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক ওমর ফারুক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী মো. হাবিবুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারাকাত, অধ্যাপক ড. প্রকৌশলী এম. শামীম জেড বসুনীয়া, প্রকৌশলী মো: নুরুল হুদা, প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম, ডাঃ রোকেয়া সুলতানা, ডাঃ বদিউজ্জামান ডাব্লু, অধ্যাপক ড. কামরুজ্জামান, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিক কুদ্দুস আফ্রাদ, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, বাংলাদেশের কলেজ-শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এ.কে.এম. আসাদুল হক, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার এস.এম. খাবিরুজ্জামান, পিইঞ্জ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিজানুর রহমান মামুন, ঢাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল নূর দুলাল, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব কৃষিবিদ খাইরুল আলম প্রিন্স, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম. মনজুরুল হক মঞ্জু, বিএফজেইউ এর মহাসচিব সাংবাদিক দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক আক্তার হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. কামরুল হাসান মিলন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, বাংলাদেশের কলেজ-শিক্ষক সমিতির মহাসচিব মো. ফয়েজ হোসেন, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার কৃষিবিদ সাইদুর রহমান সেলিম, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার গোলাম কিবরিয়া যুবায়ের, বাংলাদেশের বার কাউন্সিলের চেয়ারম্যান এডভোকেট মোখলেসুর রহমান বাদলসহ প্রায় দেড় শতাধিক পেশাজীবী নেতা বিবৃতিতে স্বাক্ষর করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ