বগুড়া-১ আসনে আ’লীগের ১১ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) নির্বাচনী আসনে দলীয় নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে মনোনয়ন পত্র বিতরণ।

প্রথম দিনেই ওই সংসদীয় আসনে ১১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। একাধিক সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে।

মনোনয়ন পত্র বিতরণের প্রথম দিনেই যারা মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দিয়েছেন তারা হলেন, বর্তমান সংসদ সদস্য সাহাদারা মান্নান, আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সদস্য সচিব মুখপাত্র কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল সিআইপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য ম আব্দুর রাজ্জাক, মেধা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক শাহাজাদী আলম লিপি, প্রয়াত সংসদ সদস্য এসএম সিরাজুল ইসলাম সুরুজের ছেলে এস এম মুজাহিদুল ইসলাম বিপ্লবসহ ১১ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

ওই সংসদীয় আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুর পর উপ নির্বাচনে ২১ জন দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেছিল। দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে ওই দুই উপজেলায় নেতা কর্মীদের মধ্যে গ্রুপিংয়ের সৃষ্টি হয়েছে। ভোটাররা একজন ক্লিন ইমেজের প্রার্থীকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ