কঙ্গোতে সেনাবাহিনীর নিয়োগে পদদলিত হয়ে নিহত ৩৭

বগুড়া নিউজ ২৪: রিপাবলিক অব কঙ্গোর রাজধানী ব্রাজাভিল সেনাবাহিনীর নিয়োগ কার্যক্রমে পদদলিত হয়ে অন্তত ৩৭ জনের প্রাণ গেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

দেশটির প্রধানমন্ত্রী আনাতোলে কোলিনেত মাকোসো এক বিবৃতিতে বলেন, এই দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। কত লোক আহত হয়েছেন, সেই সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কর্তৃত্বে একটি ক্রাইসিস ইউনিট গঠন করা হয়েছে। সম্ভাব্য নিয়োগপ্রত্যাশীদের ব্রাজাভিলের কেন্দ্রস্থলে মিশেল ডি’অরনানো স্টেডিয়ামে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাতেই বহু লোক ওই স্টেডিয়ামে এসে অবস্থান নেন। তখন পদদলিত হওয়ার ঘটনা শুরু হয়ে। কিছু লোক জোরপূর্বক গেট দিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন। ঠেলাঠেলি করতে গিয়ে তারা পদদলিত হন।

৫৮ লাখ বাসিন্দার দেশে বেকারত্ব প্রবল। বিশ্ব ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রমশক্তির ৭৫ ভাগ অনানুষ্ঠানিক খাত, স্ব-নিযুক্ত বা নিম্ন-উৎপাদনশীল চাকরি করেন। গেল সপ্তাহে মধ্য আফ্রিকার দেশটির সেনাবাহিনী ১৮ থেকে ২৫ বছর বয়সী দেড় হাজার লোকবল নেওয়ার ঘোষণা দিয়েছিল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ