ফেনীতে ছাত্রদলের মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

ফেনী  প্রতিনিধিঃ ষষ্ঠ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে ফেনীতে মশাল মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গুলি ছুড়লে ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি ছাত্রদলের।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যার পরপরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক এবং শহরের বড় মসজিদ এলাকায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল বের করেন।

রাত ৮টার দিকে ফেনী শহরের বড় বাজার পানির ট্যাংকির সামনে থেকে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি বড় মসজিদ এলাকায় পৌঁছালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন ঢাকা পোস্টকে বলেন, অবরোধের সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মশাল মিছিল নিয়ে বড় মসজিদ এলাকায় পৌঁছালে পুলিশ মিছিলে গুলি ছুড়ে। এ সময় আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তবে পুলিশের মামলা আতঙ্কে আহতদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন তিনি।

মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল, ফেনী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন ইবু, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগ, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সাগর এবং সানি মজুমদারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তবে গুলির বিষয়টি অস্বীকার করেছেন ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, এ ধরনের কোনো কিছু ঘটেনি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে অবরোধের সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। মিছিলে দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম জাবেদ নেতৃত্ব দেন।

একই সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন এবং জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে আরেকটি মশাল মিছিল করেন নেতাকর্মীরা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ