রংপুরে অবরোধের পাশাপাশি বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা

রংপুর প্রতিনিধিঃ বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৬ষ্ঠ দফার অবরোধের মধ্যেই রংপুরের হরতালের ঘোষণা দেওয়া হয়েছে।  ‍বুধবার রংপুর মহানগরে অবরোধের পাশাপাশি হরতাল পালন করবে বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু। বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ রংপুরের পাঁচ নেতার সাজার প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছে মহানগর বিএনপি।

ভিডিও বার্তায় শহিদুল ইসলাম মিজু বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতে মিথ্যা ও বানোয়াট মামলার ফরমায়েশি রায় দিয়েছেন আদালত। রায়ে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ, যুবদল কর্মী আরিফ হোসেনকে সাজা দেওয়া হয়েছে। সেইসঙ্গে রংপুর মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেফতার এবং বাসায় বাসায় পুলিশি তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে বুধবার রংপুর মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

প্রসঙ্গত, নাশকতার তিন মামলায় সোমবার ঢাকার একটি আদালত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ৪৯ জনতে কারাদণ্ড দিয়েছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ