নতুন প্রজন্মের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন করছে – বগুড়া জেলা বিএনপি

স্টাফ রিপোর্টারঃ আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ষষ্ঠ দফার অবরোধ কর্মসূচির প্রথমদিনে আজ বুধবার দ্বিতীয় বাইপাসের ফনির মোড়ে  বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহসানুল হক  তৈয়ব জাকির, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, শহর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, কাউন্সিলর রোস্তম আলী, কাউন্সিলর মেহেদী হাসান হিমু, কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল আহবায়ক রাকিবুল ইসলাম শুভ,  শহর বিএনপি নেতা জহুরুল ইসলাম ডালু, সহিদুল আলম সঞ্জু, ময়নুল হক উজ্জল, একে আজাদ, আইনুল হক, শহিদুল ইসলাম শহিদ, কোরবান আলী বাপ্পি, আব্দুল  খালেক, জাহিদুল ইসলাম, মিলন আখন্দ, শরিফুল ইসলাম শামিম, আয়নাল হক মানিক, আনোয়ার হোসেন সান্টু, আব্দুল করিম মিষ্টার, মানিক সরকার, জাহিদুর সরকার, আব্দুল গোফফার, খোরশেদ আলম, মাফুজার রহমান,  যুবনেতা  হারুনর রশীদ সুজন, এস এম রাংগা প্রমুখ।

আপর দিকে বগুড়ার লিচুতলা বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন  সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, শেখ তাহ উদ্দিন নাহিন,এনামুল কাদির এনাম, শহর  বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান আলী, মাহবুবুর রহমান লুলকা, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, আবু হাসান, সাইদুর রহমান, নুরে আলম সিদ্দিক রিগ্যান, সহ সভাপতি, সায়েদুল ইসলাম সায়েদ, আজিজুল হক মঞ্জু, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস চাঁন, সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, ফারুক হোসনে ফারুক, শফিকুল  ইসলাম শফিক, মিজানুর করিম মাসুদ, আবদুল জলিল, শহিদুল ইসলাম, রাজু বাহার, আরিফুর রহমান দিপন, হোসাইনুল করিম, ফয়সাল হোসেন লাবন, মোঃ খলিল, শহর যুব দল আহবায়ক আহসান হাবীব মমি, শহর স্বেচ্ছাসেবক দল আহবায়ক হোসেন আলী,যুবনেতা সৌরভ হাসান প্রমুখ ।

উভয় সমাবেশে বক্তারা বলেন, এই সরকার আবারও একতরফা নির্বাচন করার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু জনগণ তাদের সেই আশা পূরণ হতে দিবে না। দেশে গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরে পেতে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন সফল হবেই ইনশাল্লাহ। বক্তারা বলেন, দেশের মানুষ গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা ভোট দিতে চায়। নিজেদের মনের মত প্রার্থীকে নির্বাচিত করতে চায়। নতুন প্রজন্ম ভোট দেওয়ার অধিকার চায়। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন করছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ