চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরৎ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের চাকপাড়া সীমান্তে গত ২২ আগস্ট রাতে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি বাবুল হকের (৪১) মরদেহ ৩ মাস পর গতকাল বৃহস্পতিবার হস্তান্তর করেছে বিএসএফ। নিহত বাবুল শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাবুপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

বিজিবি, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা দেড়টায় শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্টের জিরো পয়েন্টে বিজিবি’র কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এরপর বিজিবি শিবগঞ্জ থানা পুলিশকে মরদেহ বুঝিয়ে দেয়। আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। পরিবারের পক্ষে মরদেহ বুঝে নেন নিহতের বড়ভাই সাজেবুল হক (৪৪)।

সাজেবুল হক বলেন, মানসিক প্রতিবন্ধী ছিলেন অবিবাহিত বাবলু। প্রতিবন্ধী হিসেবে তিনি মাসিক সরকারি ভাতাভোগীও ছিলেন। মাঝে মাঝেই তিনি বাড়ি থেকে নিখোঁজ হতেন। ২২ আগস্ট সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হবার পর তিনি নিখোঁজ হন। ওইদিন রাতে বৃষ্টির মধ্যে তিনি প্রায় ২৫ কিলোমিটার দূরের সীমান্তে গুলিবিদ্ধ হন। তার মরদেহ রাতে সীমান্তেই পড়ে ছিল। পরদিন ২৩ আগস্ট দুপুরে মরদেহ বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

দীর্ঘদিন দরবারের পর বৃহস্পতিবার বাবলুর মরদেহ ফেরৎ পাওয়া যায়। গত বৃহস্পতিবারই নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়েছে বলেও জানান সাজেবুল। সংশ্লিষ্ট চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়নের (৫৯’বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ঘটনার পর বিএসএফকে প্রতিবাদ জানানো হয়। ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়। তখন এ নিয়ে পতাকা বৈঠকও হয়।

বিএসএফ তখন জানায়, অবৈধ অনুপ্রবেশের কারণে গুলির ঘটনা ঘটে। পরে মরদেহ শনাক্তসহ আইনগত প্রক্রিয়া শেষে ৩ মাস পর বৃহস্পতিবার মরদেহ ফেরৎ দেয় বিএসএফ। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ২২ আগস্ট রাত ১০টার দিকে চাকপাড়া সীমান্তের উনিশবিঘি নামক গ্রামের অদূরে ১৮২/৬ নং সীমান্ত পিলারের দেড়শ’ গজ ভারতের অভ্যন্তরে গুলিতে নিহতের ঘটনা ঘটে।

গতকাল বৃহস্পতিবার সোনামসজিদ জিরোপয়েন্টে মরদেহ হস্তান্তরকালে বিজিবি’র সোনামসজিদ বিওপি কমান্ডার, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজম্মেল হক, বিএসএফ সদস্য, মালদহ জেলা পুলিশ প্রতিনিধি, নিহতের স্বজনরা ছাড়াও পাকা ইউপির প্যানেল চেয়ারম্যান মো: কামাল, ১নং ই্উপি সদস্য মিজানুর রহমান ও শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ