বগুড়ায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

ষ্টাফ রিপোর্টার:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দেখে নেওয়া যাক বগুড়ায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা:

বগুড়া-১ (সোনাতলা -সারিয়াকান্দী)  : সাহাদারা মান্নান , বগুড়া -২ (শিবগঞ্জ) : তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ (দুপচাঁচিয়া- আদমদিঘী) : সিরাজুল ইসলাম খান রাজ, বগুড়া-৪ (কাহলু -নন্দীগ্রাম) : হেলাল উদ্দীন কবিরাজ, বগুড়া-৫ (ধুনট -শেরপুর) : মুজিবুর রহমান মজনু, বগুড়া-৬ (বগুড়া সদর) : রাগেবুল আহসান রিপু, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) : ডা. মোস্তফা আলম নান্নু।

রবিবার বিকেল ৪টা থেকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বেশিরভাগ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হলেও কৌশলগত কারণে সে তালিকা প্রকাশ করা হচ্ছিল না।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে আজ সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই সভায় শেখ হাসিনা মনোনয়প্রত্যাশীদের বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।

চলতি বছর আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। সর্বশেষ গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার আগের সংসদের ৫৬ জন এমপি দলীয় মনোনয়ন পাননি। আবার ২০১৪ সালের নির্বাচনে তার আগের সংসদের ৪৯ জনকে মনোনয়ন দেওয়া হয়নি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ