বগুড়ায় মঞ্চায়ন হলো নাটক ‘দিনান্তের আগুন’

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী চিরায়ত বাংলা নাটক শিরোনামে নাটক নির্মাণ ও মঞ্চায়ন কার্যক্রম চলমান। এরই অংশ হিসাবে বগুড়া জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুক্রবার একাডেমির মিলনায়তনে ‘দিনান্তের আগুন’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। ১৯৪৭ সালের দেশভাগের কাহিনীর উপর নির্মিত নাটকের রচনা করেছেন শ্রী শশিভূষণ দাশগুপ্ত এবং নির্দেশনায় রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তি ও নাট্য প্রশিক্ষক ড. আইরিন পারভীন লোপা।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে নাটকটির উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে প্রধান ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আকতার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহনাজ পারভীন।

এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা বগুড়ার সভাপতি গৌতম কুমার দাস, বগুড়ার সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, অভিভাবকমণ্ডলী উপস্থিত ছিলেন।

প্রায় ৪০জন নাট্যকর্মীর অংশগ্রহণে ‘দিনান্তের আগুন’ নাটক মঞ্চায়িত হয়। বগুড়া জেলার করতেয়া নাট্যগোষ্ঠী, সংশপ্ত থিয়েটার, নান্দনিক নাট্যদল, থিয়েটার আইডিয়া, অরিন্দম থিয়েটার, আনন্দধারা নৃত্যালয়, নৃত্যমন্দির পারফর্মিং আর্টস একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদল এবং আমারা ক’জন শিল্পীগোষ্ঠীর অংশগ্রহণে নাটকটি মঞ্চস্থ হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ