আওয়ামী লীগের মন্ত্রীর আসনে লড়বেন তৃণমূলের তৈমূর

বগুড়া নিউজ ২৪: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৮০টির দলীয় প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিএনপি। এর মধ্যে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এতে দেখা গেছে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৈমূর আলম খন্দকার নিজেই মনোনয়ন পেয়েছেন। আসনটিতে বর্তমানে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে রয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তেও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। সেই হিসেবে এবার আসনটিতে গাজীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।

এ ছাড়া তৃণমূল বিএনপি থেকে নারায়ণগঞ্জ-২ আসনে কে এম আবু হানিফ হৃদয়, নারায়ণগঞ্জ-৩ আসনে মো. চান মিয়া ও আফরোজা বেগম হ্যাপি, নারায়ণগঞ্জ-৪ আসনে অ্যাড. আলী হোসেন ও নারায়ণগঞ্জ-৫ আসনে অ্যাড. আব্দুল হামিদ ভাসানী ভূঁইয়া মনোনয়ন পেয়েছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ