রাজশাহী প্রতিনিধি: রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের এমপি প্রার্থী আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোয় উপপরিদর্শক (এসআই) জিলালুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) তাকে প্রত্যাহার করে রাজশাহী জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম। তিনি বলেন, প্রত্যাহার হওয়া এসআই জিলালুর রহমান বাগমারা থানার তাহেরপুর ফাঁড়ির ইনচার্জ ছিলেন।
জানা যায়, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আবুল কালাম আজাদকে শুভেচ্ছা জানাতে তাহেরপুরে তার রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলেন এসআই জিলালুর রহমান। এই ঘটনার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। ছবিতে ফুলের তোড়াসহ আবুল কালাম আজাদের সঙ্গে দেখা যায় এসআই জিলালুর রহমানকে। তবে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবিটি পুরোনো বলে দাবি করেছেন এসআই জিলালুর রহমান।
এ ব্যাপারে বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, যেহেতু একটা বিতর্ক সামনে এসেছে, সে কারণে তাকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে। এরই মধ্যে তিনি পুলিশ লাইনে যোগ দিয়েছেন।