বগুড়া বিসিকে উৎপাদনশীলতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু

ষ্টাফ রিপোর্টার:  বগুড়ায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) উৎপাদনশীলতা উন্নয়ন বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ-আল-মারুফ।

বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছেন শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অরগানাইজেশন। এতে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শিল্পনগরীর মালিক কিংবা উৎপাদনের সাথে জড়িত আছেন। তাদের মানউন্নয়নের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক বগুড়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিসিক রাজাশহী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মো. সাজিদুল ইসলাম। এই প্রশিক্ষণে কোর্স সমন্বয়কারী হিসেবে রয়েছেন ন্যাশনাল প্রোডাকটিভিটি অরগানাইজেশনের উর্দ্ধতন গবেষণা কর্মকর্তা মোছা. আবিদা সুলতনা। প্রশিক্ষণ চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ