রংপুরে ১ লাখ ২৯ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর সিটি কর্পোরেশনে ৩৩ ওয়ার্ডে ১ লাখ ২৯ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে কাল। আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পেইন বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ তৌহিদুল ইসলাম।

এবারে রংপুর সিটি কর্পোরেশনে ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার জন শিশুকে নীল রং এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার ৫০০ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৩৩জন প্রথম সারির, ৭ জন দ্বিতীয় সারির ৪ জন তৃতীয় সারির সুপারভাইজার ও ৫৯৪ জন স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র-১ মাহাবুবার রহমান মঞ্জু, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাইউমসহ গণমাধ্যমকর্মীরা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ