বগুড়ায় ফুটপাতে শীতের কাপড়ের ব্যবসা জমে উঠেছে

মমিনুর রশীদ শাইনঃ বগুড়ার ফুটপাতে শীতের কাপড়ের দোকানগুলোতে বিক্রি বেড়েছে। জমে উঠেছে ব্যবসা। পৌষের শুরুতে তীব্র শীতে ভ্রাম্যমাণ এসব দোকানে ভিড় করছে নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহরের ষ্টেশন রোড, রেলওয়ে হকার্স মার্কেট, জর্জ কোর্ট এলাকা, সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার চত্তর এলাকা, পুরাতন প্রেসক্লাব এলাকায় গরমকাপড়ের দোকান। একই সঙ্গে শহরের বিভিন্ন শপিংমল ও বিপণিতানগুলোতেও বিক্রি বেড়েছে শীতের পোশাক। এ ছাড়া ভ্যানে করেও অনেকে শীতের পোশাক বিক্রি করছেন।

এসব শীত কাপড়ের মধ্যে রয়েছে প্যান্ট, ট্রাউজার, শার্ট, চাদর, জ্যাকেট, সোয়েটার, উলের টুপি, মাফলার, কোট, কান টুপি, মোজাসহ হরেক রকম শীতের পোশাক। ছেলে, মেয়ে, শিশু, বয়স্কসহ নানান বয়সের মানুষের ড্রেস পাওয়া যায় স্বল্প মূল্যে। ১০০ টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে এসব পোশাক কিনতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগে থাকে। পছন্দের পোশাকটি কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুঁটছেন ক্রেতারা। ক্রেতা-বিক্রেতাদের দরদামে মুখরিত হচ্ছে অস্থায়ী এসব দোকান।

জর্জ কোর্ট এর সামনে পোশাক বিক্রেতা মো. আলী বলেন, প্রতি শীতের সময়ে তারা এখানে গরম কাপড় বিক্রি করেন। মূলত শীত বাড়লে তাদের বেচা-বিক্রি বাড়ে। গত কয়েক দিনের তীব্র ঠান্ডায় তাদের বিক্রি বেড়েছে বলে জানান তিনি।

নিউ মার্কেটের বিক্রেতা আবুল হোসেন বলেন, শীতের এ সময়টাতে তাদের প্রচুর ব্যস্ত থাকতে হয়। দাম কম থাকায় এসব পণ্যের চাহিদা বেশি। সামনের দিনগুলোতে আরো বেশি বিক্রির আশা তার।

রেলওয়ে হকার্স মার্কেটে শীতের কাপড় কিনতে আসা রিকশা চালক ইলিয়াস ও নুরুদ্দিন বলেন, তারা অল্প আয়ের মানুষ। বড় বড় শপিংমল থেকে শীতের পোশাক কেনার সামর্থ না থাকাতে ফুটপাত থেকেই তারা কাপড় কিনেন। এসব কাপড় কিছুটা পুরাতন হলেও শীত নিবারণে ভালো কাজ দেয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ