পাবনায় ছাত্রলীগের বর্ধিত সভায় চেয়ার-টেবিল ভাঙচুর

পাবনা প্রতিনিধি: পাবনা জেলা ছাত্রলীগের বর্ধিত সভায় নির্বাচন পরিচালনা কমিটিতে নাম না থাকা নিয়ে দুই পক্ষের হট্টগোল ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছে দুই পক্ষের নেতাকর্মীরা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে বর্ধিত সভা চলছিল।
এ সময় ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটিতে নাম না থাকার কারণ জানতে চান সাবেক জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য মুস্তাকিম মুহিবসহ কয়েক সাবেক ছাত্রলীগ নেতা।

এ নিয়ে জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপক্ষের নেতাকর্মীদের মাঝে চেয়ার ছোড়াছুড়ি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয় পার্টি অফিসের চেয়ার টেবিল। পরে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জেলা ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য মুস্তাকিম মুহিব ও তার সমর্থকরা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ