কাউকে ফাঁকা মাঠে গোল দিতে দেব না: হিরো আলম

ষ্টাফ রিপোর্টার: বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে ‘কেউ যেন ফাঁকা মাঠে গোল দিতে না পারে, এ জন্য নির্বাচনের মাঠে রয়েছি।’

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হিরো আলম বলেন, ‘আমি আজ বগুড়ায় এসেছি। শুক্রবার থেকে প্রচার শুরু করব। প্রচারের আগে এসপি স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। স্যারকে জানিয়েছি, কাহালু-নন্দীগ্রামে প্রচারকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যেন পুলিশের সহযোগিতা পাই।’ তিনি বলেন, ‘বগুড়াসহ সারা দেশে সুষ্ঠু নির্বাচন হবে, এটা ইসি বারবার বলেছে। আর এক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকরা বড় ভূমিকা রাখবে বলে আশা করি।’

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম। পরে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন তিনি। এবারও তিনি বগুড়া-৪ আসনে ডাব প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।

বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘বগুড়ার সাতটি আসনে ৫৪ জন প্রার্থীকে পুলিশ সমান সহযোগিতা করবে। এখানে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। হিরো আলম এখানে এসেছিলেন। তার কথা শুনেছি এবং তাকে আশ্বস্থ করেছি নির্বাচনে কাহালু ও নন্দীগ্রাম থানা পুলিশ নির্বাচনীবিধি মেনে সহযোগিতা করবে।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ